স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
হাসিনার মতো ফ্যাসিবাদ কে সরাতে পেরেছি, তুমি কোন হনু হও নাই। নতুন বাংলাদেশে কেউই অন্যায় করে পার পাবে না। মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মহম্মদপুরের কৃতি সন্তান বর্তমান যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কেউ কোন চাঁদাবাজি টেন্ডারবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন আমি নেতা হতে আসিনি। সুযোগ যেহেতু এসেছে মাগুরার মানুষের জন্য কিছু কাজ করতে চাই। বিকেল থেকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ মিছিল করে বিনোদপুর বসন্ত কুমারী (বিকে) মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে হাজির হয়। পরে সেখানে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এমবি বাকের , জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শফিকুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আসা বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন দেশ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাগুরা / ০৭ সেপ্টেম্বর ২৪