স্টাফ রিপোর্টার
মাগুরার ডিজিটাল উদ্ভাবনী মেলায় সদর উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে সমবায় সমিতিগুলোর নিবন্ধন ও এক্ষেত্রে টেকসই করে গড়ে তোলার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে আগ্রহী সমাবায় সমিতিগুলোকে ডিজিটাল পোর্টালের মাধ্যমে সেবা প্রদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে টেকসই সমাবায় সমিতি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষে উপজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে সমিতি সদস্যসহ জনসাধারণকে নিয়মিত তথ্য উপাত্ত জানানো হচ্ছে।
মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু মাগুরাবার্তাকে জানান- সমবায় সমিতি গুলোর উৎপাদিত পণ্য সামগ্রী অনলাইনে বাজারজাত করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় এ বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে জনগণের মধ্যে প্রচার চালানো হচ্ছে। ইতিমধ্যে ১০টি সমিতি এই প্রকল্পের আওতায় এসে বিভিন্ন পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে।
বিশেষ করে মাগুরা দুঃস্থ মৌচাষি শ্রমজীবি সমবায় সমিতি মধু ও মধূজাত সামগ্রী উৎপাদন ও বাজারজাত করনের জন্য সমবায় দপ্তরের সার্বিক সহযোগিতা পাচ্ছে।