বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার প্রবীণ লেখিকা ও সমাজসেবী মমতাজ বেগম রচিত উপন্যাস  “নিগড়” এর প্রকাশনা উৎসব শুক্রবার রাতে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি  ছিলেন সাবেক জেলা প্রশাসক বর্তমানে রেলমন্ত্রীর পিএস মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার খান মহাম্মদ রেজওয়ান (বিপিএম), বিপিএটিসি (সাভার)ও পরিচালক খোন্দকার আজিম আহমেদ,   খুলনা সিটি কর্পোরেশন এর সচিব মোঃ আজমুল হক (উপসচিব ), আবু নাসের বাবলু, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ মাগুরা , সৈয়দ মাজহারুল পারভেজ ,সভাপতি ,বাংলাদেশ লেখক পরিষদসহ অন্যরা। অনুষ্ঠান  শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেন করে মাগুরার শিল্পীরা।
প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, ঔপন্যাসিক মমতাজ বেগম রচিত ‘নিগড়’ উপন্যাসটি যে কোনো একনিষ্ঠ নিবিড় পাঠকের পক্ষে একটানা পড়ে শেষ করার দাবি মেটাতে পুরোপুরি সক্ষম। সহজ-সরল ভাষার বাক্যনির্মাণে এবং নারী-পুরুষের একান্নবর্তী পরিবারের প্রেম-ভালোবাসা, চাওয়া-পাওয়া, আশা-নিরাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি, দন্দ্ব-সংঘাত, মিলন-বিচ্ছেদসহ অখন্ড পারিবারিক যাপিত জীবনের বিস্তৃত কথকতার এক নিরবচ্ছিন্ন পরিমন্ডলে উদ্ভাসিত হয়েছে। ২১০ পৃষ্ঠা কলেবরের এ সামাজিক উপন্যাসে ইংরেজ শাসিত ব্রিটিশ ঔপনিবেশ, অতঃপর পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতালাভ এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাস নির্মাণের ভিতর দিয়ে উপন্যাস-অভ্যন্তরের পাত্রপাত্রীদের জীবনালখ্যের জন্ম-বিকাশ ও বিস্তৃত এক অনিন্দ্যসুন্দর ভারসাম্যমূলক সুসামঞ্জস্যের ঘটনা-পরম্পরায় পরিণতি পেয়েছে–যা এই উপন্যাসকে দিয়েছে এক তাৎপর্যপূর্ণ ভিন্ন মাত্রা। ‘অরণন্ধুতী’ নামের এক কন্যাশিশুর শুভ জন্মমুহূর্তের আগমনী বার্তা দিয়ে উপন্যাসের কাহিনি ও ঘটনা-পরম্পরার যাত্রা শুরু, এরপর বহু ঘটনা-দুর্ঘটনার অন্তে এই নারীর পঞ্চাশোর্ধ পৌঢ় জীবনের বেদনাহত এক ক্রান্তিকালের চরম জীবনোপলব্ধির মধ্যদিয়ে কাহিনির পরিসমাপ্তি ঘটে উপন্যাসে। ‘