বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘শিক্ষার আলো জ্বালবো-ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার থেকে মাগুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন জানান, প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শহরের পিটিআই মাঠে আগামী ৩০ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এতে ৪টি স্টলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হবে।