আন্দোলন
মাগুরায় পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
প্রস্তাবিত শিক্ষা আইনে প্রকাশক, লেখক, বিক্রেতাদের সহায়ক গ্রন্থ লেখা ও প্রকাশের উপর নিষেধাজ্ঞা বলবতের চেষ্টাসহ কতিপয় ধারা সংশোধনের দাবীতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনূষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মাগুরা জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মো: রফিকুল ইসলাম। সমাবেশে জানানো হয়, প্রস্তাবিত শিক্ষা আইনে লেখক, প্রকাশক ও বিক্রেতাদের বিরুদ্ধে কয়েকটি ধারা ও উপধারা সংযোজন করা হয়েছে। যা বাতিল না করলে কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে মঙ্গলবার ও বুধবার মাগুরাসহ সারাদেশের বইয়ের দোকান বন্ধ থাকবে। মানববন্ধনে জেলার ২৫০ জন পুস্তক ব্যবসায়ী অংশ নেন ।
রূপক আইচ/মাগুরা/২৬ডিসেম্বর
« শ্রীপুরে জেলা পরিষদ নির্বাচনে সরে দাঁড়ালেন আরজান (Previous News)
(Next News) মেহেরপুরকে হারিয়ে বাগেরহাট জয়ী »
Comments are Closed