বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেনসহ  বাদপড়া ১৩ ইউপি সদস্য আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন। আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রেক্ষিতে  দুই কার্যদিবসের মধ্যে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত ওই ভোটার তালিকায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনসহ ১৩ ইউপি সদস্যের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তারা এই রিট করেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ওই ১৩ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা জানান আহম্মদ আলী জানান, আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

শাহীন/রূপক/মাগুরা/ ২২ ডিসেম্বর১৬