Main Menu

পর্যটন

মাগুরায় যা কিছু দর্শনীয় -১ ‘ভাতের ভিটা’

vvv

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা-যশোর সড়কের  সদর উপজেলায় মঘি ইউনিয়নে টিলা নামক স্থানে ‘ভাতের ভিটা’ অবস্থিত। স্থানীয়ভাবে পুণ্যস্থান হিসেবে আদৃত ভাতের ভিটা। মাগুরা জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিনে ফটকি নদী উত্তরে টিলা গ্রাম। ভাতের ভিটা স্থানটি দেখতে অনেকটা টিলার মতো। vv

কিবংদন্তি অনুযায়ি  কোন এক অলৌকিক ক্ষমতার অধিকারি দরবেশ নিশিকালে এ পথে ভ্রমনের সময় এখানে মসজিদ নির্মান শুরু করেন। নির্মান কাজে নিয়োজিতদের জন্য ভাত রাধা যখন শেষ, নির্মান কাজ তখনও শেষ হয়নি। ভোর রাতে তিনি নির্মান কাজ অসমাপ্ত রেখে চলে যান। রাত শেষে লোকজন দেখতে পায় অসমাপ্ত মসজিদ। রান্না করা ভাত আর ভাতের ফ্যান গড়িয়ে পাশে পুকুরের মতো তৈরী  হয়েছে। সেই থেকে উচু টিলার নাম হয় ভাতের ভিটা। এটি মাগুরা জেলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

রূপক/জয়ন্ত/১৩ডিসেম্বর ’১৬


Comments are Closed