বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাঙ্গালী অতিথি পরায়ন জাতি, কিন্তু নানা কারণে আমাদের মধ্যে বেড়াতে যাওয়া বা পর্যটনের প্রবণতা অনেকটাই কমে এসেছে। আর আমাদের মধ্যে পারিবারিক হৃদ্যতা, সহমর্মিতা বৃদ্ধি করতেই ভ্রমনকে উৎসাহিত করতে হবে। ভ্রমণ মানুষের কর্মক্ষমতাকে বাড়িয়ে তাকে নতুন উদ্যমে কাজ করতে সহায়তা করে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মোটরসাইকেলে চড়ে দেশ ভ্রমণে বের হওয়া পর্যটক  যুগল আলমগীর হোসেন চৌধুরী ও  চৌধুরানী দিপালী আহমেদ সোমবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ন সভায় এসব কথা বলেন।
15494085_10211640870960170_106907088_n
আজ সারাদিন তারা দুজনে মিলে শালিখা উপজেলায় ভ্রমন করেন। কাল মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহি রাজা সিতারাম রায়ের রাজবাড়ি, মধুমতি নদীর নদের চাঁদের ঘাটসহ মাগুরার পর্যটন এলাকাগুলি পরিদর্শন করবেন বলে জানান এ দম্পতি।
পরে তারা মাগুরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমির হোসেনের সাথে তারা মাগুরা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের দর্শণ বিভাগের প্রভাষক খান শফিউল্লাহ ও সাংবাদিক রূপক আইচ । সেখানে তারা রাতের খাবার গ্রহণ করেন।   15435910_10211640875080273_1192471897_n