বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
আজ ৭ডিসেম্বর, মাগুরা মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বর্ণাঢ্য কর্মসূচী নেয়া হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।  অনুষ্ঠানে জেলার ৪টি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

magura-7-dec-program-pic-3

পরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে  আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

magura-7-dec-program-pic-2

বক্তারা জানান- মহান মুক্তিযুদ্ধের এই দিনে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণের মুখে পিছু হটত বাধ্য হয় পাকিস্থানি হানাদার বাহিনী।  মুক্ত হয় মাগুরা।জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয় মাগুরার আকাশ বাতাস।

 

রূপক আইচ/মাগুরা/ ৭ ডিসেম্বর১৬