শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নকে মঙ্গলবার ভিক্ষুকমুক্ত ঘোষণা করে অবশিষ্ট ৯ জন ভিক্ষুকের কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
এ উপলক্ষে সকাল ১১টায় কাদিরপাড়া ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা সমবায় অফিসার শংকর চন্দ্র বিশ্বাস, কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯ জন ভিক্ষুকের মাঝে গরু, ছাগল ও ভ্যান বিতরণ করা হয়।

রূপক/নজরুল/৬ডিসেম্বর১৬