বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় চলমান ঐতিহ্যবাহী কাত্যায়ণী পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার শালিখায় ৫৫ ডিভিশনের অধীনে ১৪ ইস্ট বেঙ্গল কর্তৃক ক্যাপ্টেন তানজিম, লেফটেন্যান্ট শাহরিয়ার হক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল মামুন-এর নেতৃত্বে যৌথবাহিনীর নিয়মিত অভিযানে পরিচালিত হচ্ছে। শনিবার রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত যশোর-মাগুরা মহাসড়কে আড়পাড়া তেল পাম্পের সামনে সেনা-চেকপোস্ট বসিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় শালিখা থানার পুলিশ প্রশাসনের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন । অভিযানে এই রুটে চলাচলকারী বাস,ট্রাক,প্রাইভেট কার,মোটরসাইকেল,পিক আপ ভ্যানসহ সকল প্রকার যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
জানা গেছে, মাগুরার ৮১ টি মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপমহাদেশের শ্রেষ্ঠ কার্ত্যায়ণী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ পূজা দেখতে আসছেন। এ সকল দর্শনার্থীদের ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ২টা বাস সহ ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান থেকে অবৈধ অস্ত্র, মাদক, চোরা চালান ইত্যাদি প্রতিরোধেও ব্যাপক তল্লাশি করা হয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।