বি‌শেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ঐতিহাসিক (৭ই নভেম্বর)জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মাগুরা জেলা শ্রমিক দল ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় জেলা বিএনপি’র পুরাতন দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে জুতা পট্টি, চৌরঙ্গী মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লা, সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। এছাড়াও টোকন মন্ডল ও আব্দুস সালাম সহ-সভাপতি জেলা শাখা,সাংগঠনিক সম্পাদক পান্নু মোল্লা জেলা শাখা, সহ-সাধারণ সম্পাদক মো: গফফার জেলা শাখা, সদর থানার আহবায়ক শাওন।
সদস্য সচিব জাফর ইকবাল বাপ্পি সহ কয়েক শত নেতাকর্মী র‍্যালি ও সমাবেশে অংশ নেয়।