বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ভারী বর্ষণে শহরের ঢাকা রোড সুইচ গেটের পাশের উইং ওয়ালে বুধবার সকালে মাগুরা -ঢাকা মহাসড়কের নবগঙ্গা নদীর পাড়ের উইন ওয়ালেল বা-পার্শ্ব বাঁধ ভেঙে পড়েছে। এতে মহাসড়কের বেশ কিছু অংশ নদীগর্ভে চলে গেছে। ফলে ওই মহাসড়কে বিভিন্ন রুটের চলাচলকারী যানবাহনের ধীরগতি দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত কয়েকদিন ধরে মাগুরা সহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ দেখা দিয়েছে। এর ফলে গতরাতে মাগুরা শহর ও এর আর আশপাশে ব্যাপক বৃষ্টি হয়। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে শহরের ঢাকা রোডে মাগুরা-ঢাকা মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সুইচগেটের পাশে প্রায় ৫ মিটার পাকা বাঁধ হঠাৎ করে ভেঙে পড়ে। এর ফলে মহাসড়কের কিছু এলাকা নদীগর্ভে চলে যায়। এতে সকাল থেকেই ওই মহাসড়কে যানবাহন এক লেনে চালানোর সিদ্ধান্ত নেয় স্থানীয় ট্রাফিক পুলিশ। ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি অনেকদিন ধরে এই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। সময় মত বাঁধ সংস্কার না করায় ও ভাঙ্গন এলাকায় পৌরসভার বর্জ্য ফেলে ইদুরের কারণে বাধটিতে বেশ কয়েক জায়গায় ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে ছিল। গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে পানির তোড়ে আজ সেটি ভেঙে পড়েছে।
তবে জেলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, ষাটের দশকে নির্মিত এই সুইসগেটটি ও সংলগ্ন বাধটি ইতিপূর্বে সংস্কার করা হয়েছে। এবারের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে সংস্কার করে মহাসড়কটিকে ঝুঁকিমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে স্থায়ী সংস্কার করা হবে।