বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সড়ক ও জনপদ বিভাগের একজন উপসহকারী প্রকৌশলীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই অফিসের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগে উপসহকারী প্রকৌশলী শিমুল হোসেন অভিযোগ করেন,আজ রবিবার দুপুরে পূর্ববর্তী বিরোধের জের ধরে মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহর নির্দেশে ওই অফিসের কর্মচারী আব্দুল আজিজ, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোঃ মমিন, মোঃ সিরাজ হোসেন সহ কয়েকজন ব্যক্তি তাকে জোর করে নির্বাহী প্রকৌশল এর কক্ষে নিয়ে যায়। সেখানে তারা তাকে শারীরিকভাবে নির্যাতন
করে। এ সময় ওই নির্বাহী প্রকৌশলীর ফোন দিয়ে উপসহকারী প্রকৌশলী শিমুলকে বিবস্ত্র করে ছবি তোলা হয় বলে অভিযোগে প্রকাশ । পরে এক পর্যায়ে শিমুল অজ্ঞান হয়ে গেলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকদের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি জানতে ওই নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত মোবাইলে ফোন করলে তিনি তা রিসিভ করেননি।
মাগুরা / ০৬ অক্টোবর ২৪