স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তা : রক্ত দিন, জীবন বাঁচান এই স্লোগান সামনে নিয়ে ত্রিমাত্রিক ফাউন্ডেশন মাগুরা এর উদ্যোগে এবং আয়েশা খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। ৫ই অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এ সময় বিভিন্ন ধরনের মানুষ এবং কলেজের ছাত্রছাত্রীরা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদানকারী ও
১৮ বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য স্বেচ্ছায় রক্তদানকারী সন্মানিত দাতার জন্য আজীবন ডোনার কার্ড ও রিফ্রেশমেন্ট গিফট এর ব্যবস্থা করা হয়।

এ সময় ত্রিমাত্রিক ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল উপস্থিত থাকে। একই সাথে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়।
IMG-20241005-WA0010
ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ সংবাদ মাধ্যমকে জানান, আমরা ত্রিমাত্রিক ফাউন্ডেশন মানুষের সেবায় কিছু কাজ করার চেষ্টা করছি। এই ধারাবাহিকতা নিকট ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সামনের দিনে আরও বেশি বেশি এই ধরনের কর্মসূচিতে রেড ক্রিসেন্ট সোসাইটি কে সাথে নিয়ে কাজ করার জন্য আমরা পরিকল্পনা করছি।
IMG-20241005-WA0004
মোরসালিন আলী শুভ আরও জানান এই কার্যক্রমে অংশ নেয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সকলকে ত্রিমাত্রিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।