মাগুরা প্রতিনিধি,মাগুরাবার্তা
সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবেন – এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন করল বাংলাদেশ ইসলামিক বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লুএফ) মাগুরা শাখা। গতকাল শনিবার সকাল দশটায় মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক এম, বি বাকের। প্রধান আলোচক ছিলেন সংগঠনের যশোর কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক আঃ মতিন। বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে পরিপূর্ণ ইসলামী জীবন বিধান কায়েম করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তারা বিপ্লব পরবর্তী সময়কে কাজে লাগিয়ে একটি ন্যায় কোরআন সুন্নাহর আলোকে একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।