বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
থাকতে পারে দারিদ্র, থাকতে পারে প্রচলিত শিক্ষার অভাব। কিন্তু প্রয়োজন আইন মানে না। সামান্য কিছু মরিচ, চিচিঙ্গা, বরবটি সহ বাড়িতে উৎপাদিত সবজিগুলো নিয়ে মাগুরা নতুন বাজার হাটের এক কোনায় বসেছিলেন প্রান্তিক কৃষক সৈয়দ আলী। সন্ধ্যা হতেই আলোকস্বল্পতায় হাটের দোকানিরা যার যার মত আলোর ব্যবস্থা করেন। দিন থাকতে সবজিগুলো বিক্রি করতে না পেরে সন্ধ্যার পর মাথায় গামছা বেঁধে সেখানেই সেট করে দিয়েছেন ছোট্ট চার্জার টর্চটি। সেটির আলোতেই বিক্রি করছেন সবজি। সৈয়দ আলীর মত একাধিক ব্যবসায়ীকে দেখা গেছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আলোর ব্যবস্থা করছেন। ক্রেতারাও অভ্যস্ত হয়ে গেছেন রাস্তার পাশ থেকে সবজি কেনার সময়ে এ ধরনের বিকল্প ব্যবস্থা দেখে। পৌর কর্তৃপক্ষ হাট থেকে নিয়মিত ইজারা গ্রহণ করলেও সুযোগ-সুবিধার ক্ষেত্রে কিছুই দেন না এ সমস্ত প্রান্তিক মানুষদের। মাগুরা নতুন বাজার হাটের প্রতিটি বিদ্যুৎ পিলারে উচ্চশক্তির বৈদ্যুতিক বাল্ব সংযোজন করার মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মাগুরা /১২ সেপ্টেম্বর ২৪