ক্রীড়া প্রতিবেদক, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ২৫০ উইকেট নিলেন মাগুরার কৃতি সন্তান ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (৩০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় রংপুর রাইডার্সের জিহান রূপাসিংহার উইকেট নিয়েছে নতুন এ মাইলফলক ছুঁয়েছেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে সাকিব টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৫টি। বাকি পুরোটাই টি-টোয়েন্টি লিগে।

নবম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেটের স্বাদ পেলেন সাকিব। এবারের বিপিএলেই এ মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রোভো। ৩৩৮ ম্যাচে ৩৫৭ উইকেট নিয়েছেন ব্রাভো। ২৯৯ উইকেট নিয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। এরপর আছেন ইয়াসির আরাফাত (২৮১), আলফেনসো থমাস (২৬৩), সাঈদ আজমল (২৬০), আজহার মাহমুদ (২৫৮), ডার্ক ন্যানেস (২৫৭), শহীদ আফ্রিদি (২৫৪)।

২১৯ ম্যাচে সাকিব মাইলফলকে পৌঁছেছেন। ক্যারিয়ার সেরা বোলিং ৬/৬। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ স্পিনার। জাতীয় দল ও বিপিএলে বাদে আইপিএল, পিএসএল, সিপিএলে নিয়মিত ‍মুখ সাকিব। খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও।