রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার প্রত্যেক গ্রামে অন্তত একজন করে সচেতন মানুষকে ফেসবুকে বন্ধু হিসেবে পেতে চান মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। এসকল সচেতন মানুষেরা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের এলাকার সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। মাগুরার জেলা প্রশাসক তার অফিসিয়াল  ফেসবুক পেজে (DC Magura) আজ শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি স্টাটাসে লিখেছেন-

মাগুরা জেলায় গ্রামের সংখ্যা ৭৩০। প্রত্যেক গ্রামের অন্তত ১ জন সমাজসচেতন নাগরিককে ফেসবুকে রিকোয়েস্ট প্রেরণের জন্য অনুরোধ করছি, যারা সর্বক্ষণ তাদের এলাকার সামাজিক সমস্যাসমূহ সরকারি সংস্থাকে অবহিত করবেন। তবে রিকোয়েস্ট প্রেরণের পর তার তথ্যাবলি ডিসি মাগুরার ম্যাজেঞ্জারে প্রেরণ করতে হবে। অতঃপর অন্তর্ভুক্তিকরণ চূড়ান্ত করা হবে। একজন সুনাগরিকই পারে সামাজিক শাসন প্রতিষ্ঠা করতে, আর সামাজিক শাসনই সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে পারে।

এ আহবানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফেসবুকে তারা জেলা প্রশাসকের এ ধরণের আহবানকে স্বাগত জানিয়ে লিখেছেন-

ড. ওহিদুর রহমান টিপু লিখেছেন- It’s very good proposal from a civil servant . Of course I am on behalf my village urura. Hope for the best dear respected elder brother.

Solayman Babu লিখেছেন- সঠিক ও সময়পযোগী সিদ্ধান্ত। প্রত্যেক জেলার জেলা প্রশাসক গণ যদি এমন উদ্যোগ গ্রহণ করতেন তবেই ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুবিধা সবাই পেতেন। ধন্যবাদ । আপনার উদ্যোগ সফল হোক

ড. বাকী বিল্লাহ বিকুল লিখেছেন- ডিসি মহোদয়কে অভিবাদন জানাই। আমি আপনার দায়িত্বপ্রাপ্ত জেলার উরুড়া গ্রামের সন্তান। আমার জন্মগ্রামের উন্নতি ও সাফল্য কামনা করি আপনার মাধ্যমে।

Md Kamal Hosen লিখেছেন- ভালো লাগলো শুনে, আমি আজকে গর্বিত যে বাংলাদেশের প্রশাসন সাধারণ জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। ধন্যবাদ মাননীয় ডিসি মহোদয়।

Md Ershad Good planning sir .Stay Singapore but pray for you sir . Go Ahead I know u are a honest man .you could be improved our Magura . Now a days as like you DC need to every District.miss you sir …

এছাড়া অনেকেই ডিসি মাগুরার ফেসবুক পেজে এই স্টাটাসে লাইক-কমেন্ট করে তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধিজন।