শিশুবন্ধু অসিত বরণে মুগ্ধ পাঠশালা প্রাঙ্গন

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ঝুম বৃষ্টিতে সবাই যখন ভিজে পুড়ে এক’শা। ঠিক সেই সময় মাইক হাতে নিলেন আশিতিপর যুবক অধ্যাপক অসিত বরণ ঘোষ। মাইক্রোফান হাতে নিতেই আরেক বিপর্যয়- বৈদ্যুতিক বিভ্রাটে সাউন্ড সেট বন্ধ। তিনি তার দরাজ কন্ঠে আহবান জানালেন এসো আমরা সবাই অমাইক হই । শিশু শিক্ষার্থীদের এগিয়ে আসতে আহবান জানালেন। শিশুরাও হ্যামিলনের বংশি বাদকের মত তার কথায় দলে দলে স্টেজের সামনে এগিয়ে গেলেন। তিনি সবাইকে উৎসাহ দিলেন বৃষ্টিতে ভিজতে। তিনি সবাইকে উৎসাহ দিলে আনন্দের সঙ্গে প্রকৃতির দানগুলোকে উপভোগ করতে। উৎসাহ দিলেন মুখস্ত বিদ্যার বদলে শিক্ষাকে উপভোগ করে আত্মস্ত করতে।
মাগুরা শহরের স্বনামধন্য শিশু বিদ্যাপিঠ পাঠশালা’র ১২ বছর পূর্তি অনুষ্ঠানে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশেষ বক্তার বক্তব্য রাখছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি।
সুদুর আমেরিকার চিরিয়াখানার দুই বানরের গল্পের ছলে তিনি ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে শিশুদের বিকাশের জন্য নানা পরামর্শ দিলেন অত্যন্ত প্রাঞ্চল ভাষায়। তার বক্তব্যের সময় সংগীতসহ নানা উপমা উপকরণ ব্যবহারে শিশুরা যেন হয়ে উঠল তাঁর একান্ত বন্ধু । এরিস্টটল প্লেটো থেকে কোপার্নিকাস নিউটন কে নেই অসিত স্যারের বক্তৃতায়। তবুও তার বক্তব্য এক মুহুর্তের জন্যও কারে কাছে এক ঘেয়েমি লাগেনি। বিজ্ঞানের অত্যন্ত কঠিন কথাগুলোকে তিনি উদাহরণসহ সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন। আর তার বক্তব্য শুনে ছেলে বুড়ো সবাই যেন বিমোহিত হয়ে পড়েন।
মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাড. শরীফ আমিরুল হাসান বুলু মাগুরাবার্তাকে জানান- অসিত বরণ ঘোষ এমন একজন ঈশ্বর প্রদত্ত বক্তা যার ক্লাস বক্তব্য শুনতে মাগুরা কলেজে বাইরে থেকে ছাত্ররা চলে আসতো। । আজ দীর্ঘ বছর পর স্যারের বক্তব্য শুনলাম একই রকম লাগলো।
ওই বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী মাগুরাবার্তাকে বলেন- দাদু স্যার যখন কথা বলছিলেন মনে হচ্ছিল যেন তিনি আমাদের মনের কথাগুলোই বলছেন। তিনি আমাদের আনন্দ করতে শিখিয়েছেন। তিনি আমাদের বৃষ্টিতে ভিজতে শিখিয়েছেন। আমরা তার কথা খুব মনযোগ নিয়ে শুনেছি। তার কথায় আমরা খুব আনন্দ পেয়েছি।
অসিত বরণ ঘোষ আশির দশকে মাগুরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন। অবসর জীবনে বর্তমানে তিনি মানসম্মত শিক্ষার বিস্তার নিয়ে কাজ করে যাচ্ছেন।
« ভালবাসা দিয়েই শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়বো- বীরেন শিকদার এমপি (Previous News)
(Next News) মিথ্যা মামলা করে টাকা আদায় করাই আতিয়ারের পেশা »
Comments are Closed