পুলুম স্কুলে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, মাগুরা বার্তা
মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী পুলুম গোলাম সারোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফারের অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও বিদ্যালয়ের শিক্ষার মৌলিক পরিবেশ ধ্বংসের অপচেষ্টা প্রতিরোধে মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনেরা।
আজ শুক্রবার (৭ এপ্রিল) সকালে স্কুলটির প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অনতি বিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা, দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে প্রত্যাহার করা এবং তিনি তাকে দেশের দুর্নীতিবিরোধী প্রচলিত আইন কাঠামোর অধীনে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি তোলেন।
বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র তুষার বিশ্বাস বলেন, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পুলুম গোলাম সারোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের বতর্মান প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফার ২০১৩ সালে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। তার নিয়োগ প্রাপ্তির পর থেকে আমরা প্রাক্তন শিক্ষকবৃন্দ গত ১০ বছর যাবত গভীর উদ্বেগ ও অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে, অদক্ষতা, চরম অনৈতিকতা, নিজের নোংরা কৃতিত্ব বজায় রাখতে ও হীন ব্যক্তির স্বার্থ হাসিল করতে স্থানীয় নেশাখোর টাউট বাটপার মস্তান সন্ত্রাসীদের অবৈধভাবে অর্জিত টাকার বিনিময়ে হাত করে সকল প্রকার অনাচার অব্যাহত রেখেছেন। শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারীদের সমর্থন নিয়ে তিনি শিক্ষকতার মহান আদর্শের জলাঞ্জলি দিচ্ছেন। সম্প্রতি তিনি বিদ্যালয়টির একটি লাইব্রেরী কক্ষ ভেঙে মার্কেট তৈরির মতো চরম অনৈতিক কর্মকান্ডের উদ্যোগ নেয়। যদিও স্থানীয়দের প্রতিবাদের মুখে ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের নির্দেশে সে কার্যক্রম থেকে তিনি সাময়িকভাবে সরে এসেছেন। তবে তার বিদ্যালয় এর স্বার্থ ও শিক্ষা বিরোধী কর্মকাণ্ড বন্ধ নেই। আমরা দ্রুত তার অপার অপসারণ চাই। এ ব্যাপারে একটি লিখিত দরখাস্ত জেলা প্রশাসক ও উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
মানববন্ধনে খোন্দকার মাযহাবউদ্দীন পল্লব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, আব্দুল গফফার, সৈয়দ ইকবাল আলী, আমজাদ হোসেন,খোন্দকার রবিউল ইসলাম, মো: উজ্জ্বল মাহমুদ সহ অন্যরা।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি নির্দোষ আমি কোন অপরাধ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
মাগুরা /৭ এপ্রিল ২৩
Comments are Closed