কৃষকের হাত পরিণত হচ্ছে দাতার হাতে- জেলা প্রশাসক
নিজের উৎপাদিত পাটের বীজ কৃষকদের দিলেন প্রতিবন্ধী আক্কাস

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরায় সদরের নালিয়ারডাঙ্গী গ্রামে ৮০ জন কৃষককের মাঝে নিজের উৎপাদিত উচ্চ ফলনশীল রবি-১ জাতের লাল পাটের বীজ বিতরণ করেছেন শারীরিক প্রতিবন্ধী প্রগতিশীল কৃষক আক্কাস খান। মঙ্গলবার দুপুরে সফল কৃষক আক্কাস খানের বাড়ির আঙ্গীনায় আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধনা অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবিরের সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল- হাসান, সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, আঠারোখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, আগে কৃষকরা অন্যের কাছে হাত পেতে চলতে হতো। কিন্তু এখন দিন বদলেছে। সরকারের পাশাপাশি কৃষক আক্কাসের মতো প্রগতিশীল কৃষকরা নিজ উৎপাদিত উন্নত মানের বীজ প্রতিবেশী কৃষকদের মধ্যে বিতরণ করছেন। যা সত্যি বিরল। তিনি বলেন, কৃষক অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। তাই কৃষকদের কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে কৃষকদের ভূমিকা অপরিসীম। কৃষিতে এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি যোগ হয়েছে। আগে যে কাজ করতে তিন থেকে চার দিন সময় লাগত। এখন সেটি কয়েক ঘন্টার মধ্যে করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে। স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কৃষকদের আরো এগিয়ে যেতে হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী কৃষক আক্কাস খান ইতিমধ্যে পতিত জমিতে চাষাবাদ, আধুনিক প্রযুক্তির কৃষিকাজ ও উচ্চ ফলনশীল লাল পাট, উচ্চ মূল্যের চিয়াসিড, বিনাচাষে সবজি উৎপাদনের মত ব্যতিক্রমী চাষাবাদের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
রূপক / মাগুরা /২২ মার্চ ২৩
Comments are Closed