Main Menu

চট্টগ্রামে প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

Magura LGED Human Chain Pic

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে এলজিইডি মাগুরার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আজ মঙ্গলবার বিকেলে এলজিইডি মাগুরা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়িদের বিচার দাবী করে বক্তব্য রাখেন এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির, মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসাইন, শালিখা উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ, শ্রীপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েবসহ অন্যরা। এ সময় প্রকৌশলীরা জানান, চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার গৃহীত ব্যাপক প্রকল্পগুলির মধ্যে বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্পর্কিত একটি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনাব ইয়াজদানি। অবৈধ সুযোগ সুবিধা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত ২৯ জানুয়ারী ২৩ রবিবার বিকাল ৪টার দিকে ঠিকাদার সাহাব উদ্দিন এর নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী গোলাম ইয়াজদানির উপর হামলা চালায়। এ ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান এলজিইডির কর্মকর্তা ও কর্মচারিরা।

রূপক/মাগুরা /৩১জানুয়ারী ২৩






Comments are Closed