বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা নিজনান্দুয়ালী মধ্যেপাড়া জামে মসজিদ এলাকায় বালু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত নাটা গাড়ি উল্টে রবিন মোল্ল্যা (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে । নিহত রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে। রবিন ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চলতি বছরের এস এসসি পরিক্ষাথী ছিল। সে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রথম স্থান অধিকারী ছাত্র। আজ শনিবার সকাল ১০ টায় নিজনান্দুয়ালী মধ্য পাড়া জামে মসজিদ সড়কে দূর্ঘটনা ঘটে।

নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন কৌতুহলবশে প্রতিবেশী নূর ইসলামের বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়িতে চড়ে আঠারোখাদার দিকে যাচ্ছিল। পাথে নিজনান্দুয়ালী এলাকার মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় । এ সময় রবিন গাড়িতে বালুর উপর বসে ছিল। গাড়িতে থাকা বালু ও সিমেন্ট এর পুরোটাই রবিনের শরীরের উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ সময় আরিফ নামে এক কিশোর গুরুতর আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাবনী জামান জানান-আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর সবচেয়ে ভাল ছাত্রটির এভাবে চলে যাওয়া কোন ক্রমেই মেনে নিতে পারছি না।নাটা গাড়ির মত এ ধরনের গাড়িগুলি প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবী হয়ে গেছে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, ঘটনার পর নাটা গাড়ির চালক পালিয়ে গেছে । এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাগুরা/ ৩ এপ্রিল ২০২১