নিজ এলাকায় সংবর্ধনা পেলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা নির্মল চ্যাটার্জী

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার কৃতি সন্তান নির্মল কুমার চ্যাটার্জীকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত করায় উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে থেকে সংবর্ধণা প্রদান করা হয়। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। নির্মল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ- উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ওহিদুর রহমান টিপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য কাজী আনিচুর রহমান তৈমুর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য সাথী রহমান রেশমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, জেলা পরিষদের সদস্য নাজনীন রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মোছাঃ বেবী নাজনীন , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা, সহ জনপ্রতিনিধিবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার ও সাবেক ছাত্র নেতা মোঃ শরিফুল ইসলাম।
রূপক/মাগুরা/ ২৮ জানুয়ারী ২৩
Comments are Closed