Main Menu

বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের মৃত্যুবার্ষিকী কাল

Tanzel-Hossain-Khan-copy-600x337

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
আগামীকাল ২০ জানুয়ারি মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ৩য় মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত ও বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া পারিবারিকভাবে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তানজেল হোসেন খান কলেজ জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে অংশ নেন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য অবদান।
জেলার রাজনৈতিক অঙ্গণে সাহসী ও অত্যন্ত স্পষ্টবাদি মানুষ হিসাবে পরিচিত আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৯৪৭ সালে ৩১ ডিসেম্বর তিনি শহরের খানপাড়ায় জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মৃত বদিয়ার রহমান খান। মৃত মাতা মলিনা বেগম। তার চাচা জলিল খান ছিলেন একজন ভাষা সৈনিক।

মাগুরা /১৯ জানুয়ারি ২৩






Comments are Closed