মাগুরায় ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার বিকেলে শেষ হয়েছে।
সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ।
জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিম আহমেদ, সরকারি হোসেন শহীদ সোহরওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসার শাহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী প্রমুখ।
গত ২৬ জানুয়ারী ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। মেলায় ৫৫ টি স্টলে জেলার সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
« ভিক্ষুক মুক্ত করণ ঘোষণা মঞ্চেই ভিক্ষা চাইল আনেসা ! (Previous News)
(Next News) মাগুরায় সাইফুজ্জামান শিখরের জন্মদিন পালন »
Comments are Closed