মাগুরায় যমুনা ব্যাংকের ১৬০ তম শাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, মাগুরা বার্তা
মাগুরায় দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের ১৬০ তম শাখার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা রানা আমীর ওসমান রানা পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলসহ অন্যরা। শহরের চৌরঙ্গী মোড় খন্দকার প্লাজায় ব্যাংকের এ কার্যক্রম শুরু হয়েছে। মাগুরায় ব্যবসা বাণিজ্যে ব্যাংকটি ভূমিকা রাখতে চায় বলে অথিতিবৃন্দরা জানান।
মাগুরা / ১ডিসেম্বর ২২
Comments are Closed