Main Menu

মাগুরায় ৯ দিনব্যাপী পুরোহিত সেবাইত প্রশিক্ষণ

20220927_120257

বিশেষ প্রতিনিধি, মাগুরা :
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফরিদপুর অঞ্চলের জুনিয়র কনসালটেন্ট সুমন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, নান্দুয়ালি নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ বাবাজি মহারাজ চিনময়ানন্দ দাস (চঞ্চল), নিতাই গৌর গোপাল সেবাশ্রমের পূজা বিষয়ক সম্পাদক তরুণ ভৌমিক, জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক বাবলু ঠাকুর, অ্যাডভোকেট বিপ্লব কুমার বিশ্বাস, সাংবাদিক রূপক আইচ, সাংবাদিক ও পুরোহিত দিপক চক্রবর্তী, সাংবাদিক লিটন ঘোষ জয় প্রমুখ।

কানাইলাল কুন্ডুর পরিচালনায় প্রশিক্ষণে ২৫ জন পুরোহিত সেবাইত অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সুমন চন্দ্র পাল ও শম্ভুনাথ মৈত্র।
প্রধান অতিথি অভি দাশ বলেন, পুরোহিত সেবাইতরা সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদের ভূমিকা অনস্বীকার্য। এ কারণেই পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।

এ কর্মশালা থেকে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এই তিনটি বিষয়ে ৯দিন প্রশিক্ষণ দেয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ধর্মীয় গ্রন্থ প্রদান করা হয়।

মাগুরা/ ২৭ সেপ্টেম্বর ২২






Comments are Closed