Main Menu

মাগুরায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠক আড্ডা

magorra bhraman library program pic

বিশেষ প্রতিনিধি,  মাগুরাবার্তা
‘আলোকিত মানুষ চাই ‘ এই স্লোগান নিয়ে মাগুরায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী প্রকল্পের পাঠক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঠক আড্ডায় সঙ্গীত,  আবৃতি এবং বই ও লেখক বিশ্লেষণ করে খুদে পড়ুয়ারা।  অনুষ্ঠানে জেলা সদরের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাগুরা ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচিতে দুই হাজারের বেশি ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। অনুষ্ঠান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপক আইচ, ভ্রাম্যমান লাইব্রেরী জেলা কর্মকর্তা কে এম মোশাররফ, আবৃত্তি শিল্পী মোহাম্মদ সেলিমসহ অন্যরা। magura bhraman library program

মাগুরা / ১০ সেপ্টেম্বর ২২






Comments are Closed