বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলায় ২নং হাজরাপুর এম.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ মোট ৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য হিসেবে প্রত্যেকের মাঝে ১২টি করে মোট ১২ হাজার ডিম বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন, সঠিক মেধার বিকাশ ও পুষ্টির চাহিদা পুরনে লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ডিম বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ২নং হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ডিম বিতরণ অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহি অফিসার ইয়াসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, হাজরাপুর ইউনিয়ন পারিষদ চেয়ারম্যান কবির হোসেন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.আশরাফুল আলম বলেন,শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পুরণ ও সঠিক মেধার বিকাশের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ডিম বিতরণ করা হয়েছে। ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১২ হাজার ডিম বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা সকল স্কুলগুলো শিশুখাদ্য হিসেবে এ ডিম বিরতণ করা হবে।

মাগুরা/ ৯ জুন ২২