বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরা শহরের কলেজপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মো:শফিকুল ইসলাম সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি পাওয়ায় তাকে উষ্ণ সম্বর্ধনা দিয়েছে সোনালী ব্যাংক মাগুরা অঞ্চলের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। আজ ১০মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কলেজপাড়ায় শফিকুল ইসলামের নিজ বাড়ির আঙ্গিনায় এ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিন্সিপাল অফিস ঝিনাইদহ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আমিনুর রহমান, ঝিনাইদহ শাখার এসিস্টান্ট জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, মাগুরা শাখার এসিস্টান্ট জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, আড়পাড়া ব্রাঞ্চর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হাসানসহ অন্যরা। এ সময় কর্মকর্তাবৃন্দ শফিকুল ইসলামের রত্নগর্ভা মাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম জানান- সোনালী ব্যাংক বাংলাদেশের মোট অর্থনীতির ৩০ শতাংশ পরিচালনা করে আসছে। এ বিপুল কর্মকান্ড পরিচালনা জন্য মূল ভূমিকায় কাজ করছেন ব্যাংকের কর্মকর্তা- কর্মকর্তাবৃন্দ। মাগুরার সন্তান হিসেবে মাগুরার মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মাগুরায় বিসিক শিল্পনগরী তৈরী হলে তিনি সকল প্রকার সহায়তা দিতে আগ্রহী।

মাগুরা/ ১০ মার্চ ২২