বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী ২২) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সুবিধাভোগী পুলিশলাইন পাড়া জামে মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কুদ্দুসসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু বলেন, মাগুরা জেলার প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ ব্যাপকভাবে কাজ করছে। জেলার অবকাঠামো, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় মানুষ থেকে শুরু করে সকল স্তরে জেলা পরিষদের অনুদান এর মাধ্যমে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনাকে তৃণমূলে ছড়িয়ে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারায় জেলা পরিষদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ -২২ অর্থ বছরে এডিপির মোট বরাদ্দের সোয়া ৬ কোটি টাকার মধ্যে সিপিপিসি তে ১৯৪টি প্রকল্পে ২কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা ও দরপত্রের মাধ্যমে ৯৩টি প্রকল্পে ৩ কোটি ৫৫লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত সকল প্রকল্প জেলা পরিষদ কর্তৃক বিশেষ মনিটরিং এর মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

মাগুরা/ ৩ ফেব্রুয়ারী ২২