শ্রীপুরের সব্দালপুরে নির্বাচনের ভুয়া ভোটার ধরিয়ে দেয়ায় প্রার্থীর এজেন্টকে পিটিয়ে যখম

বিশেষ প্রতিনিধি
মাগুরায় নির্বাচনের দিনে ভুয়া ভোট প্রতিহত করায় সোমবার রাতে সেলিম হোসেন নামে এক এজেন্টকে মারপিট করেছে প্রতিপক্ষরা। আহত ওই এজেন্টকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেলিম সব্দালপুর ইউনিয়নের মোকর্দমখোলা গ্রামের মৃত কবির উদ্দিন মোল্যার ছেলে।
গত ২৬ডিসেম্বর রবিবার মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। ওই নির্বাচনে সব্দালপুর ইউনিয়নে মেম্বর প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় কয়েকজন ভুয়া ভোটার সনাক্ত করে সেলিম হোসেন। এতেই ক্ষিপ্ত হয়ে গতরাতে ওই এলাকার রফিক ও নাজমুল হাসান এর নেতৃত্বে ১০/১২ জন তাকে আক্রমন করে মারাত্মক আহত করে। রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা প্র্রক্রিয়াধীন রয়েছে।
রূপক /মাগুরা /২৮ ডিসেম্বর ২১
« মাগুরা সদরের ১২ চেয়ারম্যানের শপথ সম্পন্ন (Previous News)
(Next News) মাগুরায় সপ্তাহব্যাপী জেলা সাংস্কৃতিক উৎসব সম্পন্ন »
Comments are Closed