স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেন,‘অবৈধ সরকার ও তার প্রশাসন বিএনপিকে ভয় পায় তাই তারা মাগুরায় মহিলা দলের কর্মী সম্মেলন নির্ধারিত স্থানে করতে দেয়নি।’ তিনি আজ বুধবার দুপুরে মাগুরা শহরের ইসলামবাগ এলাকার একটি বাড়িতে জেলা জাতীয়তাবাদী মহিলা দলেরকর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সরকারের দুঃশাসন, দুর্নীতির কড়া সমালোচনা করে বলেন,‘অবিলন্বে বেগম জিয়ার মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।’ মাগুরা জেলা মহিলা দলের আহবায়ক নেওয়াজ হালিমা আরলি’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, জেলা মহিলা দলের নেত্রী উর্মি খাতুন, বিউটি আক্তার প্রমূখ।জেলা মহিলা দলের আহবায়ক নেওয়াজ হালিমা আরলি জানান, মাগুরা জেলা বিএনপি কার্যালয় চত্বরে মহিলা দলের সম্মেলন নির্ধারিত থাকলেও পুলিশ নিরাপত্তার অজুহাতে সেখানে হতে দেয়নি বলে অভিযোগ করেন।