বিশেষ প্রতিনিধি, মাগুুরাবার্তা
মাগুরায় আগামী ১১ থেকে ১৪ডিসেম্বর’২১ অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন। এ বছর জেলার ৪ উপজেলায় ৬ থেকে ১১মাস বয়সি মোট ১২ হাজার ৩৬৩জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১লাখ ৮হাজার ৯৩০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ৯শ ৩৯ টি ইপিআই কেন্দ্রে ২১২জন কর্মী ও ১হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক ওই চারদিনে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন পরিচালনা করবেন। এ উপলক্ষে আজ (৯ ডিসেম্বর ‘২১) বৃহস্পতিবার বিকেলে মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্রাহ দেওয়ান, ডা. অন্তরা বিশ্বাস, ডা. আমিনুল ইসলাম শাওন, ডা. নাহিদা ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা। সভায় জানানো হয়, এ বছর শিশুদের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানোর আগে স্বেচ্ছাসেবক ও মাঠকর্মীদের মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আহবান জানানো হবে।

উল্লেখ্য, শিশুদের রাতকানা প্রতিরোধ ও শরীরের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার প্রতি বছর জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

৯ডিসেম্বর ২১