স্টাফ রিপোর্টার , মাগুরাবার্তা
বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানির কোন স্থান নেই। এই দেশ আমাদের সবার। এখানে কেউ সংখ্যালঘু নয়। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ শনিবার (১৩ নভেম্বর, শনিবার) বিকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় ও সামাজিক প্রভাবক ব্যক্তিদের নিয়ে এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সম্মানিত অতিথি ও পৃষ্ঠপোষক ছিলেন- মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আ. ফ. ম. আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র মো. খুরশিদ হায়দার টুটুল, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হক, সহকারী পলিচালক মো. মনিরুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুমার কুন্ডু, চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারি, ব্রেভারেন্ড বিভাষ বিশ্বাসসহ অন্যরা।

অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ মাগুরার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার অধ্যক্ষ ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিটন /মাগুরা /১৩ নভেম্বর ২০২১