বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার টি ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ জনের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে । আজ শুক্রবার বিকাল পর্যন্ত যাচাই বাছাই শেষে এ তথ্য জানায় জেলা নির্বাচন অফিস। বাতিল হওয়া প্রার্থীরা হলেন রাঘবদাইড় ইউপিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান, গোপালগ্রাম ইউপিতে সংরক্ষিত সদস্য প্রার্থী সানজিদা খাতুন , গোপালগ্রাম ইউপিতে সাধারণ সদস্য প্রার্থী সৌখিন হোসেন ও হাজরাপুর ইউপিতে সাধারণ সদস্য প্রার্থী সেলিম রেজা । এ ৪ প্রাথীর বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই শেষে সদরের ইউপি নির্বাচনে ৪ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে সদরের ১৩টি ইউপিতে এখন চুড়ান্ত মনোনয়নে চেয়ারম্যান পদে ৬১জন, সংরক্ষিত পদে ১২৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৫৮ জন প্রার্থী বৈধ । এ নির্বাচনে আগামী ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার, ২৭ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন । এ নির্বাচনে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

রূপক/মাগুরা / ২২ অক্টোবর ২১