বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মহান শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ; সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু; করোনাকালীন সকল বেতন-ফি মওকুফ; করোনায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস এবং পরিচালনা করেন ঐশী বিশ্বাস । সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সদস্য ঋতু বিশ্বাস ।

সমাবেশ থেকে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ; সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু; করোনাকালীন সকল বেতন-ফি মওকুফ; করোনায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিসমূহ তুলে ধরা হয় ।

মাগুরা/ ১৬ সেপ্টেম্বর ২০২১