Main Menu

মাগুরায় মুক বধির কল্যাণ সংঘের মানববন্ধন ও স্মারকলিপি

20210912_112546

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা মুক ও বধির উন্নয়ন কল্যাণমূলক সংঘের নামে বরাদ্দকৃত অর্থ লুটপাট এর প্রতিবাদ ও প্রকৃত সদস্যদের দ্বারা সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার দাবীতে মাগুরায় মানববন্ধন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের বরাবরে লিখিত স্মারকলিপি দিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মিরণ বাহাদুর, মোঃ জামিরুল ইসলাম ডলার, চিত্রশিল্পী শামসুজ্জামান পান্নাসহ অন্যরা।
সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে এক লিখিত অভিযোগে সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের সাধারণ সম্পাদকসহ বেশ কিছু সদস্য পেশাগত কারণে জেলার বাইরে থাকার সুযোগ নিয়ে সংগঠনের বর্তমান কমিটির সভাপতি,ক্যাশিয়ার ও কতিপয় সদস্য যোগশাযোশে ব্যাংকে জমাকৃত সমুদয় অর্থ প্রাপ্ত সুযোগ সুবিধা তসরুপ করে আসছে। গত ছয় বছর ধরে সংগঠনের নামে বরাদ্দকৃত একটি অফিসঘর অন্যলোকের কাছে ভাড়া দিয়ে দিয়েছে। এতে সাধারণ সদস্যবৃন্দ বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সংগঠনের স্থবিরতা দূর করে সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার দাবী জানান তারা।

মাগুরা/১২ সেপ্টেম্বর ২০২১


Comments are Closed