পংকজ রায়, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে আজ শনিবার বিকেলে ট্রলারে করে নদী ভাঙন কবলিত শতাধিক দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী পৌছে দিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এ সময় তিনি চর পাচুড়িয়া, কাশিপুর ও ভোলানাথপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুরের উপজেলা নির্বাহি অফিসার রামানন্দ পাল,সহকারী কমিশনার ( ভূমি ) দবির উদ্দিন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি মাহামুদুন নবী ডাবলু সহ সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংসদ সদস্য শতাধিক অসহায় মানুষের মাঝে প্রায় দেড় লাখ টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেন, এ এলাকার মানুষ সব সময়ই আওয়ামীলীগকে ভালবেসেছেন। ভালবাসার প্রতিদানে তারা চারবার আমাকে এ এলাকার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি সুখে দুখে এই অসহায় মানুষের পাশে আছি ও থাকবো।

পংকজ/ মহম্মদপুর/মাগুরা/ ১১ সেপ্টেম্বর ২০২১