Main Menu

করোনার মহামারিও বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালবাসার স্রোত রুখেনি – আনিসুর রহমান খোকন

226753328_4740139372680520_4776991673428454536_n

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় শোকাবহ ১৫ আগস্টে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও সরকারি দলীয় রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। করোনার চোখ রাঙ্গানী উপেক্ষা করে বিভিন্ন সংগঠন স্বাস্থ্য বিধি মেনে ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

সকালে শহরের নোমানী ময়দান শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে মাগুরার অন্যতম শরীরচর্চাভিত্তিক সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলাদেশ এর সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনিসুর রহমান খোকন জানান- সরকার কিংবা সরকারি দলের বাইরেও আপামর জনগণ যে বঙ্গবন্ধু ও তার পরিবারকে কত শ্রদ্ধা ও ভালবাসার চোখে দেখের ১৫ আগস্ট সকালে শহীদ বেদীতে না এলে বোঝা যাবে না। যদিও করোনার কারণে মানুষের গতি কিছুটা স্লথ হয়েছে তবুও শোকাবহ আগস্টে মানুষের ভালবাসার এক বিন্দুও ঘাটতি হয়নি।

রূপক/ মাগুরা/ ১৫ আগস্ট ২০২১


Comments are Closed