বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. হাসান সিরাজ সুজা আজ রবিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে করোনা পরবর্তী ফুসফুস ইনফেকশন জনিত জটিলতায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন) গত ১ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ জোহর (দুপুর দেড়টায়) পারনান্দুয়ালী বাস টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে পারনান্দুয়ালী মোল্যাপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) মাগুরা জেলা শাখার সভাপতি রূপক আইচসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপি ও পরপোকারি এ রাজনৈতিক নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপক/মাগুরা / ১ আগস্ট ২০২১