পংকজ রায়, মহম্মদপুর, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন গৃহায়ন কার্যক্রম ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দিয়েছেন মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল ও নবাগত সহকারি কমিশনার (ভূমি) দবির উদ্দিন। ইতিমধ্যে প্রায় ৫শতাধিক হতদরিদ্র পরিবারে প্রধানমন্ত্রী ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান- মহম্মদপুর উপজেলার এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রায়ন প্রকল্পের সব কটি ঘরই সন্তোষজনক বলে বিবেচিত হয়েছে। তিনি নিয়মিত প্রত্যেকটি উপকারভোগীর খোঁজ খবর নেন। একই সঙ্গে করোনার এই মহামারির মধ্যে তারা যেন কেউ না খেয়ে কষ্ট না পায় তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এ লক্ষেই ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার অস্বচ্ছল এসব মানুষের মাঝে নিজ হাতে পৌছে দেয়ার ব্যবস্থা করেছি।

এ সময় মহম্মদপুরের নবাগত এসিল্যান্ড প্রতিটি কর্মকান্ডে উপজেলা নির্বাহী অফিসারকে সহায়তা প্রদান করেন। এসি ল্যান্ড সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

রূপক/ মাগুরা/ ২০ জুলাই ২০২১