Main Menu

নহাটায় পুকুর থেকে ৩ হাজার রাস্তা তৈরীর ইট উদ্ধার

a

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা  ইউনিয়নের কলাগাছি গ্রামে ৩টি পুকুর থেকে স্থানীয় রাস্তা তৈরী করার জন্য রাখা ৩ হাজারের বেশী ইট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাখাওয়াত হোসেন এ ইট উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান- নহাটা কলাগাছি রাস্তার কাজের জন্য ঠিকাদারের রাখা ইট চুরি করে নিজের দের বাড়ির পুকুরে ফেলে রেখেছেন ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে  নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাখাওয়াত হোসেন লোকজন নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও নহাটা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক নুরুল হুদা, সবুর মিয়া, ও সাহাদতের বাড়ির পুকুরে অভিযান চালায়। এ সময় তাদের পুকুর থেকে যথাক্রমে ১৪শ৪৬, ৯শ ৩২ ও ৭শ ৯টি ইট উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মিয়া জানান- এটি একটি ষড়যন্ত্র হতে পারে। ওই এলাকার ৩জন বিশিষ্ট ব্যক্তির পুকুরে কেউ ইটগুলি রেখে পুলিশকে খবর দিয়ে তাদের সম্মানহানি করার চেষ্টা করতে পারেন বলে তিনি জানান।

রূপক আইচ/মাগুরা /২০ সেপ্টেম্বর ১৭






Comments are Closed