বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘মাগুরায় রেলপথ সংযুক্ত হল এ জেলা হবে হবে রেলপথের অন্যতম হাব। যার মাধ্যমে মাগুরার সঙ্গে সারাদেশের রেল সংযোগ স্থাপিত হবে। মাগুরা সদরের রামনগরে স্থাপিত রেল স্টেশন থেকে ট্রেনে কামারখালী গেলেই সেখান থেকে ঢাকা, রাজশাহী অথবা খুলনা যাওয়া খুবই সহজ হয়ে যাবে। এ রেল সংযোগ মাগুরার জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’ আজ বুধবার সন্ধ্যায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সংবাদ সম্মেলনে প্রধানা অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ২০২৩ সালের মে মাসের মধ্যে এ রেলপথের কার্যক্রম সমাপ্ত হয়ে উদ্বোধন করা সম্ভব হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মাগুরা/ ২৬ মে ২০২১