বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
নিজের হাতে মায়ের পা ধুইয়ে দিল মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি গ্রামের ৪৫ শিশু। নিজ নিজ মাকে চেয়ারে বসিয়ে তাদের পায়ে পানি ঢেলে হাত দিয়ে পা পরিস্কার করে ছেলে মেয়েরা। আর মায়েরাও পরম আদরে সন্তানদের আশির্বাদ করেন। এমনি দৃশ্য দেখা গেছে শনিবার দুপুরে। করোনা পরিস্থিতিতে শিশুদের সঙ্গে মায়েদের হৃদ্যতা বৃদ্ধি ও পরিবারিক বন্ধন সুদৃঢ় করতে এমন কর্মসূচীর আয়োজন করেছে এই গ্রামের শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত চিত্রশিল্পী শামসুজ্জামান পান্না। পান্নার প্রতিষ্ঠিত ‘মুক্তিগাথা’ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক রানা আমীর ওসমান। মোঃ মমিন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরাবার্তার সম্পাদক সাংবাদিক রূপক আইচ, বিশিষ্ট রাজনীতিবিদ মো: কামরুজ্জামান কামাল, মো: নূর জালাল, বাচিক শিল্পী কামরুজ্জামান বিপ্লবসহ অন্যরা। বিশিষ্ট কবি ও সাংবাদিক লিটন ঘোষ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন মুক্তিগাঁঁথা সংগঠনের প্রতিষ্ঠাতা শামছাজ্জামান পান্না। অনুষ্ঠান থেকে শিশু ও অভিভাবকদের মাঝে মুক্তিগাঁথা ফুডব্যাংক থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
181912511_483168352936572_8002215824754453188_n

রূপক/ ৮ মে ২০২১