প্রয়াত শিক্ষক আব্দুর রাজ্জাক স্মরণে মাগুরায় দোয়া ও ইফতার বিতরণ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাংবাদিক হাসান জাহিদ তুষারের পিতা প্রয়াত শিক্ষক আব্দুর রাজ্জাক এর স্মরণে আজ রবিবার (২৫ এপ্রিল) বিকেলে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। বাদ আসর শহরের নান্দুয়ালি বউবাজার শেখ পাড়া জামে মসজিদে দোয়া মাহফিল শেষে সকল মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে শহরের চৌরঙ্গীর মোড়ে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। উভয় স্থানে মোট ৮শতাধিক মানুষের মাঝে রান্ন করা ইফতার বিতরণ করেন প্রয়াত শিক্ষকের গুনমুগ্ধ মাগুরার যুবলীগ কর্মী পিকুল হোসেন জিয়াসহ অন্যরা।
মাগুরা/ ২৫ এপ্রিল ২০২১
« বিনোদপুরে খেতের মাঝে নারীর লাশ (Previous News)
Comments are Closed