বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সংখ্যালঘু নিরাপত্তা আইন, সংখ্যালঘু কমিশন গঠন ও পৃথক মন্ত্রনালয় গঠনের দাবীসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা নির্যাতনের প্রতিবাদে মাগুরায় আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মাইনরিটি রাইটস ফোরাম, মাগুরা জেলা শাখা। দুপুরে শহরের চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সমাবেশে সংগঠনের সভাপতি মোহিতলাল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র বিশ্বাসসহ অন্যরা। বক্তারা দেশের বিভিন্ন সংখ্যালঘু নির্যাতন, সম্প্রতি সিরাজগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ভাংচুর ও মাগুরার শ্রীপুরে সংখ্যালঘু সম্প্রদায়কে উড়োচিঠি দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানানো হয়।

রূপক/মাগুরা/২৫ মার্চ ২০২১