বিশেষ প্রতিনিধি
মাগুরায় ৭ দিনব্যাপী কিশোরীদের “আতœরক্ষা কৌশল ও আতœবিশ্বাস উন্নয়নে কারাতে প্রশিক্ষণ ” শুরু হয়েছে । 159321458_858377445010666_7695472519342165319_n
আজ সোমবার বিকাল ৩টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ ভয়েস,বহ্নি শিখা ও বলীয়ান নারী এ প্রশিক্ষণের আয়োজন করে । প্রশিক্ষণে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোর্য়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ড.নাসরিন আখতার । 160017268_273582814207432_1029713295384700932_nবক্তব্য রাখেন সহকারি কমিশনার নাজনীন আকতার, সাংবাদিক রূপক আইচ, গ্রীণ ভয়েসের আসিফ হাসান শাকিল, বহ্নি শিখার সমন্বয়ক নাসলিমা মিশা, শিবলু, চঞ্চল, আজাদ ও আসিক প্রমুখ । ৭ দিন ব্যাপী এ আতœরক্ষা প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন বাংলাদেশ কারাতে ক্লাব খুলনার সাইদুল ইসলাম, ফারুক হোসেন ও মাগুরা কারাতে ক্লাবের সোরাইয়া ইসলাম । এ প্রশিক্ষণে ৫০ জন কিশোরী অংশ নেয়।

রূপক মাগুরা ১৫ মার্চ ২০২১